রাউজানে ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় । রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে চট্টগ্রামের বৃহৎ শিল্প প্রতিষ্টান টি,কে গ্রুপের সহায়তায় চাউল, ডাল, তৈল, আলু, পিয়াজ, চিনি সহ নিত্ত প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট ভতি খাদ্র সামগ্রী রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুলের নিজ বাড়ী রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগরে খাদ্য সামগ্রী বিতরন করা হয় । গতকাল ১৭ আগষ্ট মঙ্গলবার সকালে এসব খাদ্য সামগ্রী করেনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের মধ্যে বিতরন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল । খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে উপস্থিত দুস্থঃ পরিবারের সদস্যদের উদ্যোশে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী এমপি । এসময়ে আরো উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহবুল আলম, এস এম বাবর, রুনু ভটটচার্য্য, মেম্বার সবুজ বড়ুয়া শাহাজাহান, শামশুল আলম, যুবলীগ নেতা মনসুর আলম, ছাত্রলীগ নেতা জাবেদ প্রমুখ ।