জাতির পিতার নাম এদেশের লাখো-কোটি বাঙালীর অন্তরে চির অমলিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে ১৫ আগস্ট ২০২১ রবিবার নানান কর্মসূচীর আয়োজন করা হয়। নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে সন্ধ্যায় সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্টিত বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু । সাধারণ সম্পাদক দীপংকর দাশের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টিসিজেএ সহ-সভাপতি মোঃ আলী আকবর, নির্বাহী সদস্য সাইমন আল মুরাদ,মোঃ নুর হাসিব ইফরাজ, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব । প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, বঙ্গবন্ধু ও তার আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে। পরে ১৫ আগস্ট এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মুনাজাত পরিচালনা করেন মৌলানা মহিবুল্ল্যাহ । এসময় উপস্থিত ছিলেন টিসিজেএ যুগ্ম সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিটু,অর্থ সম্পাদক মো: আলমগীর , নির্বাহী সদস্য অমিত দাশ,সদস্য নাছিরুল আলম, আহাদুল ইসলাম বাবু, শীতল মল্লিক,আরশাদ আলী, আসাদুজ্জামান লিমন, সাখাওয়াত হোসেন টিপু,নাজিম উদ্দিন,রনি গোমেজ,,পারভেজুর রহমান,জহিরুল ইসলাম, মো: মনছুর,ইমরান হোসেন ইমু,নাজিম উদ্দিন,মো: রুবেল,আব্দুল হক,মো: মামুন ।