যুদ্ধবিদ্ধস্ত আফগানদের সহায়তায় ৬০ দেশের যৌথ বিবৃতি

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দেড় মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান নেতারা। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহল বেশ চিন্তিত।

এর মাঝেই বিশ্বের ৬০টির বেশি দেশ আফগানদের সহায়তায় এক যৌথ বিবৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট রোববার এ বিবৃতির কথা জানায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া অন্য দেশগুলো হল অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কাতার এবং যুক্তরাজ্যসহ আরও অনেকে।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে বসবাসরত, এমনকি যারা দেশের বাইরেও রয়েছেন তাদেরকে নিরাপত্তার কথা ভেবে জায়গা দেওয়া উচিত। আফগানদের জন্য সীমান্ত ও আকাশপথ খুলে দেওয়া দরকার অনেক দেশের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের কারণে সেখানকার মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা জরুরি। এটি আফগানদের প্রাপ্য, জীবন রক্ষা করা এবং সম্মানের সঙ্গে বাঁচা। বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি।