মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে শোক দিবস পালন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কময় ও বেদনার দিন।আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে স্ব পরিবারে নির্মমভাবে হত্যা করা হয় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সাথে এ জাতীয় দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা আঞ্চলিক শাখা। সংগঠনের সভাপতি,কবি মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন বরেণ্য রাজনীতিক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচ এম জাকির।বিশেষ অথিতি ছিলেন প্রাজ্ঞ আইনজীবী, সমাজসেবক ও রাজনীতিক এডভোকেট শাখাওয়াত হোসেন। সাধারণ সম্পাদক সেকান্দর তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি আজিজুল হক মাদানী, সহ সভাপতি মোঃ ইয়াকুব,যুগ্ম সম্পাদক মোঃ শোয়েব,মোঃ মাহবুবুল আলম,অর্থ সম্পাদক নন্দ গোপাল বণিক, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ হসান,সাংগঠনিক সম্পাদক মঈন বাঙালী, মোঃ আবুল হাশেম,মন্জুরুল আলম,সহ দপ্তর সম্পাদক সৈয়দ মোঃ শফি,সহ আইন বিষয়ক সম্পাদক মোতাহের উদ্দীন মাজেদ,নির্বাহী সদস্য কামরুন নাহার প্রমূখ। সভা শেষে ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।