মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে জাতীয় শোক দিবস পালিত

আজ শোকাবহ ১৫ “আগস্ট” জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত এবং বেদনার দিন। জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উত্তর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় শোক দিবস। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করনের মধ্যদিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়। অত:পর সকল শিক্ষক-কর্মচারী কালো ব্যাচ ধারণ করেন। সকাল দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভার্চুয়াল স্মরণসভায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ইবাদত খানায় ১৫ আগস্টে জাতির জনক সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।