পেকুয়া উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

পেকুয়া প্রতিনিধি; গভীর শ্রদ্ধা ও শোকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন। এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) বিকেলে পেকুয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তার আগে গভীর শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পেকুয়া উপজেলাস্থ সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম। জাতীয় শ্রমিক পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু শামা শামীম, সদস্য মফিজুর রহমান, টৈটং ইউনিয়ন আ’লীগের সভাপতি সরওয়ার আলম, সদর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা আ’লীগ নেতা সাইফু উদ্দিন খালেদ, রাজাখালী ইউপির চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি ছৈয়দ নুর, টৈটং ইউপির সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, বারবাকিয়া ইউপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাজাখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার, আ’লীগ নেতা মোঃ ইকবাল, কৃষকলীগের যুগ্ন-আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ ও আমিরুল খোরশেদ, মহিলা আ’লীগ নেত্রী তাহমিনা আক্তার শিমু, ফাতেমা বেগম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতেশামুল হক, যুগ্ন-সম্পাদক আমিনুর রশিদ, সদর ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সম্পাদক ফোরকান এলাহী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন ও শ্রমিকলীগের দপ্তর সম্পাদন হুমাইন কবির। এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য বেদনার ও কষ্টের দিন। যার হাত ধরেই বাঙ্গালী পেয়েছিলো একটি স্বাধীন দেশ, একটি লাল সবুজের পতাকা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকেই হতে হয়েছে নির্মম হত্যার শিকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে। আজকের এই শোকাবহ দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাকি খুনিদের দ্রুত ফাঁসি দিয়ে বাংলাদেশকে কলংকমুক্ত করার আহ্বান করছি।