যুব রেড ক্রিসেন্টে চট্টগ্রামের জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়। কর্মসূচীর শুরুতে জাতীয় পতাকা, রেড ক্রিসেন্ট পতাকা অর্ধনির্মত, কালো পতাকা উত্তোলন এবং রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্ট সেক্রেটারী আব্দুল জব্বার।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন রুমেল, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, রাশেদ খান মেনন, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ মিনহাজ উদ্দিন তাহের, যুব উপ প্রধান-১ জনি চৌধুরী সহ যুব সদস্যরা।
এছাড়াও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্ধোধন ও ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধুর মানবিক আর্দশে উজ্জীবিত হয়ে সকলের মানুষত্তোর কাজ করার আহবান জানান।