বঙ্গবন্ধুর শূন্যতা কখনো পূরণ হবার নয়

বঙ্গবন্ধুর শূন্যতা কখনো পূরণ হবার নয় উল্লেখ করে সমাজসেবক ও রাজনীতিক ফরিদ মাহমুদ বলেছেন, শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বকীয় জাতি হিসেবে বিশ্বের বুকে আজ নানা অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখছে। তিনি শিখিয়েছেন কীভাবে সাম্রাজ্যবাদ, স্বৈরাচার সামরিক জান্তার বিপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।

কীভাবে মৌলবাদ, ধর্মান্ধ গোষ্ঠীকে মোকাবিলা করে একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। বিনিময়ে খুনিরা তাকে সপরিবারে হত্যা করেছে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা আজ জাতিকে আলোর পথ দেখাচ্ছে।
শনিবার (১৪ আগস্ট) আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ।

বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, আব্দুল আউয়াল, শেখ নাছির আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, দেলোয়ার হোসেন দেলু, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দী, আশরাফুল গনি চৌধুরী।

উপস্থিত ছিলেন অলিউর রহমান সোহেল, নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, জহির উদ্দিন সুমন, মহিদুল হক সুমন, রাশেদ চৌধুরী, মোহাম্মদ নুরুজ্জামান, দেলোয়ার হোসেন সুমন, বাবলু দাশ, আমিনুল ইসলাম আজাদ, মোহাম্মদ দেলোয়ার, এসএম আব্বাস উদ্দিন, আশরাফুল আলম টিপু, সাঈদ হোসেন সোহেল, বিপ্লব বর্ধন, মজিবুর বহমান মজিব, আনিসুর রহমান মামুন, ওমর গনি মানিক, মোহাম্মদ রাজিব শাহ, ইয়াছিন ভুঁইয়্যা, ইমরান আলী রাজু, সজল মিয়া, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ সালমান, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ আলী হাসান, আশরাফুল আলম সিদ্দিকী, আরিফ উদ্দিন, সালামত উল্লাহ মানিক, নুর উদ্দিন বাবু, সাজ্জাদ হোসেন, আশেক এলাহী, মোবারক উল্লাহ রিগ্যাল, মোহাম্মদ রকি, মোহাম্মদ রুবেল, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, জামিল উদ্দিন জুয়েল, কাওছার হোসেন, মোহাম্মদ রাসেল হোসেন প্রমুখ।

শেষে দুস্থদের হাতে খাবার তুলে দেন প্রধান অতিথি ফরিদ মাহমুদসহ অতিথিরা।