শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দীর্ঘ সময় ধরে মানবতার কল্যাণে কাজ করে আসা একুশের আলো ফাউÐেশন করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গত ১৩ আগস্ট শুক্রবার রাউজান সরকারি কলেজ ক্যাম্পাস থেকে সংগঠনটি রাউজানের ১৫ গ্রামের দেড়শত পরিবারকে খাদ্য সহায়তা দেয়। সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তাগণ জানিয়েছে এই সংগঠনের পক্ষে মানবিক কাজে সহায়তা করে আসছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সসীর । তিনি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণায় গত কয়েক বছর ধরে রাউজানের দরিদ্র জনগোষ্ঠিকে সাহায্য সহযোগিতা করে আসছেন। শুক্রবার ফাউÐেশনের পক্ষে দেয়া খাদ্য সামগ্রী মানবিক উপহার হিসেবে দেয়া হয়েছে বলে জানান সংগঠনটি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে ফাউÐেশনের সভাপতি উৎপলের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক অনিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিনাজুরী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সুকান্তি বড়ুয়া, কাউন্সিলর জানে আলম জনি, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। উপস্থিত ছিলেন সংগঠনের সকল সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান থেকে একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।