রাউজানে ৪০টি ঘর পুড়ে ছাই

রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা সদরের পৌরসভার ৬নং ওয়ার্ডের মুন্সির ঘাটায় জামাল কলোনিতে গতকাল ৩১ মার্চ রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় অগ্নিকান্ডের সুত্রপাত হয় । আগুনে জামাল কলোনির ৪০টি ভাড়ার ঘর ও ভাড়ায় থাকা ৪০টি পরিবারের মালামল পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহর নেতৃত্বে রাউজান থানার পুলিশ রাউজান ফায়ার ষ্টেশনের দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাষÍলে এসে অগ্নিকান্ডের ঘটনাস্থলের পাশে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আগুন নেভাতে ঝাপিয়ে পড়ে । আগুনের ভয়বহতা বেড়ে গেলে হটাহাজারী থেকে আরো একটি দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে এসে সন্ব্যা ৬ টা ৫০ মিনিটের সময়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । মুন্সির ঘাটা এলাকার বাসিন্দ্বা মোজ্জাফর আহম্মদ বলেন জামাল কলোনির ভাড়াঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয় আগুনে জামাল কলোনির ৪০টি ঘর মালামাল সহ পুড়ে যায় । রাউজান উপজেলা যুব্লীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনের মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন জামাল কলোনিতে অগ্নিকè্ড সংগঠিত হলে দমকল বাহিনী ও পুলিশের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়ে । অগ্নিকান্ডের সময়ে জামাল কলোনি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে হওয়্য়া জামাল কলোনির উত্তর পাশে ও পুর্ব পাশে থাকা অর্ধশতাধিক দোকানের মালামাল এলাকার লোকজন দোকান থেকে বের করে সড়কের উর রাখায় ও সড়কে হাজার হাজার মানুষ পুলিশ দমকল বাহিনীর গাড়[ী, দাড়িয়ে থাকায় বিকাল সাড়ে ৫টা থেকে সন্দ্ব্যা ৬টা ৫১ মিনিট পর্যন্ত চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে শত শত যাত্রীবাহি বাস, পণ্যবাহি ট্রাক, সিএনজি অটোরিক্সা সহ শত শত যানবাহন চলাচল বন্দ্ব হয়ে যায় । সন্দ্ব্যা ৬টা ৫১ মিনিটের সময়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্রাহ”র নেতৃত্বে রাউজান থানার পুলিশ সড়ক থেকে জনতাকে সরিয়ে দিয়ে সড়কের উপর রাখা মালামাল সরিয়ে দিয়ে সড়কের যানবাহন চলাচল করার সুযোগ করে দিলে একঘন্টা যানবাহন আটক থাকার পর যানবাহন চলাচল স্বাবাবিক হয়ে উঠে । রাউজানের ফকির হাট বাজারের ইসলামী ব্যাংক শাখায় গ্যাস সিলিন্ডার থেকে গত ২৮ মার্চ অগ্নিকান্ডের সুত্রপাত হলে দমকল বাহিনীর সহায়তায় ব্যাংকের আগুন নেভাতে সক্ষম হয় । অগ্নিকান্ডের ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন, সরকারী, বেসরকারী অফিস, ব্যাংক বীমায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবেনা এই মর্মে উপজেলা প্রশাসন আজ থেকে নির্দেশনা প্রদান করছে । রাউজানের মুন্সির ঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জামাল কলোনিতে ভাড়ায় থাকা ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তার প্রদান করা হবে । সারা দেশের মতো রাউজানে ও অগ্নিকান্ডের সুত্রপাত হওয়ায় সকলকে সর্তক থাকতে হবে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা ।