চলাচল রাস্তা কেটে ভিটি ভরাট

কুতুবদিয়া,কক্সবাজার।
সাধারণ মানুষের চলাচলের রাস্তা কেটে ভিটি ভরাট করা নিয়ে প্রভাবশালী দূর্বৃত্তের সাথে এলাকাবাসীর সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
রবিবার (৩১মার্চ) বিকালে এলাকায় সংঘর্ষের আশংকা দেখে ইউএনও,পিআইও এবং স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তা কাটা বন্ধ রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের লেমশীখালী ইউনিয়নের আনু মিয়াজির বাপের পাড়ায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বছর আনু মিয়াজির পাড়ার খালের উপর ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রণালয়ের অধীনে কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) থেকে ১৯ লাখ টাকা ব্যয়ে একটি কালর্ভাট নির্মাণ করা হয়। ঐ কালভার্টের পূর্ব পাশে স্থানীয় মৃত কালুর ছেলে বাদশা দীর্ঘ ৩০ বছরের চলাচলের রাস্তা কেটে গর্ত করে ভিটি ভরাট করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রবিবার (৩১মার্চ) স্থানীয় মোস্তাক আহমদসহ অর্ধশত বাসিন্দা ইউএনও দীপক কুমার রায় বরাবরে লিখিত অভিযোগ দিলে ইউএনও তাৎক্ষনিক স্থানীয় লেমশীখালী ইউপির চেয়ারম্যানকে বিষয়টি ঘটনাস্থলে গিয়ে নিস্পত্তি করার নির্দেশ দেন।
স্থানীয় চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন তাৎক্ষনিক মাটি কাটা বন্ধ করে দেন বলে নিশ্চিত করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৌভ্রাত দাশ জানান, ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয় প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে চলতি বছর একটি কালভার্ট নির্মাণ করে। চলাচলের রাস্তা কাটার প্রশ্নই উঠে না।
স্থানীয় মোস্তাক আহমদ জানান,দীর্ঘ ৩০ বছর পূর্বে থেকে উত্তর ধুরুং আর লেমশীখালী ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষের চলাচল করে এ রাস্তা দিয়ে। চলতি বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থ বছর এ সড়কে লাখ লাখ টাকা ব্যয়ে রাস্তায় ব্রিক সলিন করা হয়েছে। আনু মিয়াজির পাড়া খালের উপর ঐ রাস্তার মাথায় পিআইও অফিস প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করেছে। পাশর্^বর্তী বাদশা কালভার্টের পাশ^ থেকে চলাচল রাস্তা কেটে গভীর গর্ত করে ভিটি ভরাট করেছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বাদশার সাথে কথা হলে তিনি জানান, তার জায়গার মাঝে রাস্তাটি হওয়ায় তিনি এক পাশে নেয়ার জন্য রাস্তাটি কেটেছেন। তার জায়গার এক পাশে রাস্তা করে দেয়া হবে বলে তিনি জানান।