সিআরবিতে হাসপাতাল স্থাপনে ইউনাইটেডের সাথে রেলের সম্পাদিত অবৈধ চুক্তি বাতিল করার দাবিতে আজ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিআরবি রক্ষা মঞ্চ।বিক্ষোভ মিছিলের পর আজ বিকাল ৪ টায় কাজীরদেউড়ী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি সিআরবি থেকে শুরু হয়ে শহীদ আবদুর রব কলোনী,গোয়ালপাড়া,এনায়েতবাজার,কা
নেতৃবৃন্দ বলেন,”সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে গণআন্দোলনে ভীত হয়ে রেল কর্তৃপক্ষ,ইউনাইটেড ও এ প্রকল্পের সুবিধাভোগীরা বোধবুদ্ধিহীন ও মরিয়া হয়ে উঠেছে ।বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে হাসপাতালের নামকরণ প্রস্তাব তারই নমুনা।আমরা স্পষ্ট বলতে চাই,চট্টগ্রামবাসীর গণরায় হলো,সিআরবিতে কোনো অবস্থাতেই কোন হাসপাতাল ও স্থাপনা নির্মাণ করা যাবেনা।অবিলম্বে এ চুক্তি বাতিল না করলে চট্টগ্রামে আগুন জ্বলবে।“
সমাবেশ থেকে আগামীকাল চেরাগী মোড়ে সমাবেশ,১৩ আগস্ট সিআরবি থেকে সন্ধ্যা ৬ টায় মশালমিছিলসহ সপ্তাহব্যাপী সমাবেশ,ম্যারাথন,মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়।











