‘পরিচ্ছন্ন কর্মী নিবাস’ নির্মাণের কাজ শুরু হচ্ছে

‘পরিচ্ছন্ন কর্মী নিবাস’ নির্মাণের কাজ শিগগির শুরু হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (৩১ মার্চ) দুপুরে পাথরঘাটা সেবক কলোনি ও ফিরিঙ্গীবাজার সেবক কলোনি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

পরিদর্শনের সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন সেবক কলোনির বাসিন্দার সঙ্গে কথা বলেন। তারা মেয়রকে পেয়ে বিভিন্ন অসুবিধার কথা জানান।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৪তলা বিশিষ্ট এ সাতটি ভবন তৈরীতে সিটি করপোরেশনের ২৩১ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় হবে। নির্মিতব্য ভবনের মধ্যে রয়েছে পাথরঘাটা সেবক কলোনি ৩টি, জামালখান ঝাউতলা সেবক কলোনিতে ২টি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনিতে ১টি ও সাগরিকায় ১টি। প্রতিটি ভবণ হবে ১৪তলা। এই ভবনগুলোতে মোট ১ হাজার ৩০৯টি ফ্ল্যাট হবে। প্রতিটি ফ্ল্যাট এর আয়তন কমন স্পেসসহ হবে ৬০২বর্গফুট। এই বর্গফুটের মধ্যে থাকবে ২ বেডরুম, ১টি ড্রয়িং কাম ডাইনিং, টয়লেট, ওয়াস এবং ২ লিফট, জেনারেটর কমনস্পেস।

আগ্রাবাদ সংযোগ সড়ক ও পোর্ট কানেকটিং রোড়ে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করছেন মেয়র।পরে সিটি মেয়র আগ্রাবাদ সংযোগ সড়ক ও পোর্ট কানেকটিং রোড়ে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।

এ সময় কর্মকর্তাদের আ জ ম নাছির উদ্দীন বলেন, ইতোমধ্যে এ দুটি সড়কে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া আগ্রাবাদ সংযোগ সড়কে মেকাডামের (পাথর) কাজ চলমান রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে পোর্ট কনেকটিং রোড়েও মেকাডাম (পাথর) কাজ শুরু হবে।

উপস্থিত ছিলেন এইচ এম সোহেল, নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, আনোয়ার হোসেন, মনিরুল হুদা, নিবার্হী প্রকৌশলী বিপ্লব দাশ, আবু সাদাত মো. তৈয়ব প্রমুখ।