বোয়ালখালীতে চরনদ্বীপ ইউপি সচিবকে প্রাণনাশের হুমকির অভিযোগ

বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে চরনদ্বীপ ইউনিয়ন পরিষদে ওয়ারিশ সনদ না দেয়ায় ইউপি সচিবকে প্রাণ নাশের হুমকি দিলেন মেম্বার।

৩০ মার্চ দুপুর ১ টার উপজেলার ৭নং চরণদ্ধীপ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায়

ভূক্তভোগী সচিব কামরুল হাসান বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ, চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়- উপজেলার ৭ নং চরণদ্ধীপ ইউনিয়ন পরিষদে গত ৮ বছর যাবৎ ইউপি সচিব হিসেবে কর্মরত রয়েছেন কামরুল হাসান তালুকদার। কামরুল প্রতিদিনের মতো ৩০ মার্চ পরিষদের অাসে। সচিব ঐদিন নিজ পরিষদের অফিসে কর্মরত থাকা অবস্থায় বেলা ১ টার দিকে উপস্থিত হয় ৩নং ওয়াডের মেম্বার মোঃ অাবুল কালাম। উপস্থিত হয়ে কালাম মেম্বার ইউপি সচিব কামরুলকে বলেন একটি ওয়ারিশ সনদ দেয়ার জন্য। তখন সচিব কামরুল ইউপি মেম্বার বললেন নিয়মানুসারে ওয়ারিশ সনদ গ্রহীতার সকল তথ্য খতিয়ে দেখতে হবে, তারপর সনদ দেয়া হবে। একথা বলার সাথে সাথে মেম্বার কালাম উত্তেজিত হয়ে গাল মন্দ করে সচিবকে মারধর করার চেষ্টা পূর্বক এ পরিষদে চাকুরী না করার জন্য শাষিয়ে সচিবকে। তা না মেনে যদি সচিব চাকুরীতে অাসে তাহলে প্রাণনাশ করা হবে বলে হুমকি প্রদান করে। এঘটনা অবহিত হয়ে তা সমাধানের লক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ সামশুল অালম অভিযুক্ত মেম্বার কালামকে বিকাল ৪ টায় নিজ কার্যালয়ে ডেকে অানেন। অভিযুক্ত মেম্বার অাবুল কালাম ও তারপুত্র জয়নাল অাবেদীন এসময় অন্যায় অাচরন করে উত্তেজিত হয়ে সচিবসহ চেয়ারম্যানকে অাবারো প্রাণনাশের হুমকি প্রদান করে সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রর্দশন করে চলে যাই। এখন ভূত্তভোগীরা প্রাণ ভয়ে দিনাতিপাত করছে।
ইউপি চেয়ারম্যান মোঃ সামশুল অালম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অাফিসার(ভারপ্রাপ্ত) মোঃ একরামুল ছিদ্দিক জানান- অামি নির্বাচনী ডিউটিতে রয়েছি, তবে এধরনের একটি অভিযোগের কথা শুনেছি। যা থানা পুলিশ ও সংশ্লিষ্টদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এবং অধিকতর তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।