প্রস্তাবিত প্রকল্পে নিজের নামটি কেটে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌরবিদ্যুতের একটি ‘আইকনিক’ প্রকল্পের নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব করেছিলেন আমলারা। তবে সেই প্রস্তাব নাকচ করে নিজের নামটি কেটে ফেলার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ ঘটনা ঘটেছে। সভা–পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তা জানিয়েছেন।পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব তোলা হয়। তখন প্রধানমন্ত্রী এই প্রকল্প থেকে নিজের নাম কেটে দেওয়ার নির্দেশ দেন।বৈঠকে উপস্থিত সব সচিবই প্রধানমন্ত্রীর নামে সোলার পার্ক করার প্রস্তাব করেছিলেন বলে জানান মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সবার বক্তব্য ছিল, এই সোলার পার্ক দেশের সবচেয়ে বড়। তা ছাড়া এটি আইকনিক প্রকল্প। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, নিজের নাম বাদ দিতে। পরে তিনি এর নাম দেন সোলার পার্ক, জামালপুর।’