পোকো এম৩ প্রো ৫জি এখন বাংলাদেশে

স্মার্টফোন ব্র্যান্ড পোকো বাংলাদেশের বাজারে মঙ্গলবার (১০ আগস্ট) তাদের নতুন হ্যান্ডসেট ‘পোকো এম৩ প্রো ৫জি’ উন্মোচন করেছে। ফোনটিতে রয়েছে অত্যাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং দুর্দান্ত ৬.৫ ইঞ্চির ৯০ হার্জের এফএইচডি প্লাস ডটড্রপ ডিসপ্লেসহ ফাইভজি ডুয়েল সিম সাপোর্ট। এই স্পেসিফিকেশনের মধ্যে অসাধারণ ডিজাইনের পোকো এম৩ প্রো ৫জি ফোনটি তরুণদের চাহিদায় থাকা অন্যতম স্টাইলিশ ফোন, এই ডিভাইসটিতে পাবেন প্রিমিয়াম সেবা।

পোকো এম৩ প্রো ৫জি উন্মোচন সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘পোকো এর আগে ফ্যানদের কাছ থেকে অসামান্য সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে পোকো এম সিরিজের নতুন পোকো এম৩ প্রো ৫জি আনতে পেরে আমরা আনন্দিত। পোকো ফ্যানদের জন্য হ্যান্ডসেটটি সত্যিই একটি প্রিমিয়াম ডিভাইস। ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স এবং দুর্দান্ত বিনোদন দেবে ফোনটি। আমাদের প্রত্যাশা, এই স্মার্টফোন নতুন ব্যবহারকারীদের পোকো ব্র্যান্ডের প্রতি আরও আগ্রহী করে তুলবে।’

পোকো এম৩ প্রো ৫জি বক্সে আছে ২২.৫ ওয়াট চার্জার। এছাড়া সাপোর্ট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। ফলে ফোনটি চার্জ দিতে ব্যবহারকারীদের বেশি সময় লাগবে না। ডিভাইসটিতে প্রাইমারি ক্যামেরা থাকছে ৪৮ মেগাপিক্সেলের, এর সংগে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর থাকছে। ক্যামেরায় আছে টাইম-ল্যাপস ভিডিও এবং টাইমড ব্রাস্ট ও নাইট মোড। ক্যামেরা অ্যারে ব্যবহার করে বদলে ফেলা যাবে দৃশ্যপট। ক্যামেরাটির মাধ্যমে ব্যবহারকারীরা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সৃজনশীলতার প্রকাশ করতে পারবেন। ৫জি নেটওয়ার্ক থাকায় এটি দেবে সুপারফাস্ট ডাউনলোড অভিজ্ঞতা। এর ফলে আপনার ভালোলাগার বিষয়টিতে আরও বেশি সময় কাটাতে পারবেন। এছাড়া স্ট্রিমিং, মিউজিক, ভিডিও রেকর্ডিংসহ স্মুথ গেমিং করতে পারবেন।

স্টাইলিশ ডিভাইসটির পেছনে থাকছে থ্রিডি কার্ভড ডিজাইন এবং গ্লসি ফিনিস, যা ব্যবহারকারীকে দেবে প্রিমিয়াম অভিজ্ঞতা। ডিভাইসটির পাশে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব সহজেই ফোন আনলক করার সুবিধা দেবে। সব বয়সীদের জন্য ব্যবহার সজহলভ্য করার কথা মাথায় রেখেই ডিভাইসটির ডিজাইন করা হয়েছে, দেওয়া হয়েছে আইআর ব্লাস্টার এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

দাম ও কবে পাওয়া যাবে
পোকো এম৩ প্রো ৫জি তিনটি অসাধারণ কালার পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাকে আসছে। ফোনটির ৬+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অথোরাইজড স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পোকো এম৩ প্রো ৫জি ফোনটি ১৪ আগস্ট থেকে পাওয়া যাবে।