জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চসিকের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণী ‘বঙ্গবন্ধু ও সোনার বাংলা’ এবং ৩য় থেকে ৫ম শ্রেণী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ৮ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৭০০ শব্দের মধ্যে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১০০০ শব্দের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ অনলাইনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ই আগস্টের মধ্যে প্রধান শিক্ষা কর্মকর্তার মেইলে [email protected] এ ঠিকানায় লঢ়ম/ঢ়ফভ ফরম্যাটে প্রেরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।