মহান স্বাধীনতা আন্দোলনে বঙ্গমাতা ছিলেন নেপথ্যের অন্যতম কারিগর

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সেমিনারে চবি উপাচার্য
৮ আগস্ট ২০২১ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে চবি প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা ৭.৩০ টায় “বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব : রাজনীতির নেপথ্য শিল্পী” শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সভাপতিত্বে এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।
মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহান স্বাধীনতা আন্দোলনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন নেপথ্যের অন্যতম কারিগর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নে বঙ্গমাতার ভূমিকা ছিল অপরিসীম। তিনি আরও বলেন, বঙ্গমাতা ছিলেন একাধারে রাজনীতির প্রজ্ঞা সমৃদ্ধ, দৃঢ়চেতা, অসীম সাহসী এবং অসম্ভব ধৈর্যশীল একজন স্বাধীনচেতা নারী। এ মহিয়ষী রমনী বঙ্গবন্ধুকে মহান স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিতে অদম্য শক্তি ও সাহস যুগিয়েছিলেন। বঙ্গমাতা পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন শ্রেষ্ঠ রমণী। এ মহান রমণীর আদর্শ যুগ যুগ ধরে বাঙালি জাতির হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।