সাইকেল র‍্যালির মধ্য দিয়ে সিআরবি রক্ষার শপথ উচ্চারিত

নগরীতে আজ সাইকেল র‍্যালির মধ্য দিয়ে উচ্চারিত হলো সিআরবি রক্ষার শপথ।‘সিআরবি বাঁচাও,চট্টগ্রাম বাঁচাও’ স্লোগানে আজ বিকালে ব্যতিক্রমধর্মী এ সাইকেল র‍্যালির আয়োজন করে সিআরবি রক্ষা মঞ্চ।বৃদ্ধ বয়সেও নিজে সাইকেল চালিয়ে ‘সিআরবি রক্ষায় সাইকেল র‍্যালি’ কর্মসূচীর উদ্বোধন করেন সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান।এসময় তিনি

বলেন,”সিআরবি রক্ষার আহবানে সাড়া দিয়ে বৃষ্টির মধ্যেও কিশোর তরুণরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাইকেল নিয়ে র‍্যালিতে উপস্থিত হয়েছে,তা দেখে আমি উদ্বেলিত ও আশাবাদী।এ কিশোর তরুণরা বেঁচে থাকতে,সিআরবি ধ্বংস করে ইউনাইটেড হাসপাতাল করার কোন চক্রান্ত সফল হবেনা।সিআরবি রক্ষার এ আন্দোলন জয়যুক্ত হবেই।“

সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আজ বিকাল সিআরবি সাতরাস্তার মোড়ে অনুষ্ঠিত সাইকেল র‍্যালি পূর্ব সমাবেশে সংহতি জানান গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিঞা,চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরউদ্দিন,গণসংহতি আন্দোলন সমন্বয়কারী হাসান মারুফ রুমি,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক অপু দাশগুপ্ত,জাতীয় মুক্তি কাউন্সিল সদস্যসচিব আমির আব্বাস তাপু,বাসদ নেতা মহিনউদ্দিন,বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,উদ্বিগ্ন নাগরিকবৃন্দের পক্ষে সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি,প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি রেজওয়ান রাজন,নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্মআহবায়ক এড. বিশুময় দেব,বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,সিআরবি এলাকাবাসীর পক্ষে শান্তনু দাশ,প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চের পক্ষে ফরহাদ জামান জনি,বায়েজিদ সাইকেল রাইডার্স।

সাইকেল র‍্যালিটি ‘সিআরবি বাঁচাও,চট্টগ্রাম বাঁচাও’ স্লোগানে সিআরবি থেকে শুরু হয়ে লাভলেইন,চেরাগীপাহাড়,প্রেসক্লাব,কাজীরদেড়ী,ওয়াসা,টাইগারপাস হয়ে আবার সিআরবিতে এসে সমাপ্ত হয়।

কর্মসূচী থেকে আগামীকাল ১০ আগস্ট,বিকাল ৪ টায়,প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার আহবান জানানো হয়।