কাপ্তাইয়ে অক্সফোর্ডের ২য় ডোজ দেওয়া শুরু, প্রথমদিন টিকা নিলেন ২৫৮ জন

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।
দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অক্সফোর্ড এস্ট্রাজেনেকা (কোভিশিল্ড) ভ্যাক্সিনের ২য় ডোজ বাদ পড়াদের টিকা দান কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভ্যাকসিনটির ২য় ডোজ গ্রহন করেছে ২৫৮ জন। এছাড়া কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্রে সিনোফার্মের গনটিকাদান কার্যক্রম ও চলমান রয়েছে।
স্বাস্থ্য কেন্দ্রে দেখা যায়, করোনার টিকা নিতে জনসাধারনের উপচে পড়া ভিড় লেগেই আছে। টিকা নিতে আসা বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে হিমসিম খেতে দেখা গেছে সংশ্লিষ্টদের।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে করোনা টিকা নিতে পূর্বের তুলনায় জনসাধারনের উপস্থিতি এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই এসএমএস অনুযায়ী নির্দিষ্ট তারিখের পূর্বে হাসপাতালে এসে ভিড় না করার অনুরোধ জানান তিনি। এছাড়া কাপ্তাইয়ে টিকাদান কার্যক্রম সু-শৃঙ্খল পরিবেশে পরিচালনা করার জন্য এলাকাবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেন।