পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে গরীব দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী’র দেয়া নগদ অর্থ সহায়তা প্রদান

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে করোনাকালে গরীব দুঃস্থ অসহায় মানুষের সহায়তায় গত শুক্রবার সকালে ওয়ার্ড কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে প্রদান। প্রায় ১০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। যা ত্রাণ প্রাপ্তি সাপেক্ষে চলমান থাকবে। ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, সরকার আন্তরিকভাবে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের গরীব মানুষের সহায়তায় এগিয়ে আসছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন ও কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে ত্রাণ কার্যক্রম চলমান আছে। যা জীবিকা হারানো মানুষের টিকে থাকার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে। দেশের সামর্থ্যবান মানুষেরা এই সংকটে গরীব অসহায়দের জন্য সহমর্মী হলে দেশে সবায় মিলে বেঁচে থাকাটা সহজ হবে। এতে মানবতাও রক্ষা পাবে।
এসময় মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহম্মদ মহসিন,কামাল আহমদ,মো.সেলিম,আবদুল হাকিম স্বেচ্ছাসেবক লীগ নেতা গৌতম নাগ,নাজিম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন