ইসলামের প্রকৃত আদর্শ ও সুন্নীয়ত প্রতিষ্ঠায় তৈয়্যেব শাহ্ (রাঃ) অন্যতম

মুরাদপুর পিলখানায় চাঁদগাজী শাহ্ (র.) দরগাঁ প্রাঙ্গনে ওরস শরীফে বক্তারা

গত ২৯ জুলাই বৃহস্পতিবার বাদে মাগরিব চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ পিলখানায় হযরত চাঁদগাজী শাহ্ (র.) দরগাঁ প্রাঙ্গনে উপ মহাদেশের বিখ্যাত অলীয়ে কামেল, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৪০ তম নূরাণী আওলাদ, ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যেব শাহ রাহমাতুল্লাহি এর বার্ষিক ওরস শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় ।

মাহফিলে তকরির পেশকালে বক্তরা বলেন, “ইসলামের প্রকৃত আদর্শ সুন্নীয়ত প্রতিষ্টা ও বাতিল মতবাদের মূলোৎপাটনে এদেশে যে সব ক্ষণজম্মা মহাপুরুষ অতি কার্যকর ও অব্যর্থ অবদান রেখেছেন তাঁদের মধ্যে হুজুর সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ অন্যতম। তাঁর সুন্নীয়ত ছিল সৈয়দুনা আলাহযরত রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর যুগন্তকারী মাসলক অনুসারে। আর তরিকত চর্চায় তিনি সৈয়দুনা গাউছুল আজম জিলানীর কাদেরীয়া তরিকার অন্যতম দিকপাল। মহান আল্লাহ তাঁকে পাঠিয়েছেন এক বর্ণাঢ়্য আধ্যাতিœক পরিবারে।”

মাহফিলের সভাপতিত্বে করেন দরগাঁ পরিচালনা কমিটি সভাপতি তরুণ রাজনৈতিক নেতা বিশিষ্ট সমাজসেবক শেখ সরওয়ার্দী। এতে প্রধান ওয়াজেন হিশেবে থেকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা মুহাম্মদ রমজান আলী বাবর ছাহেব (ম.জি.আ)। এসময় উপস্থিত ছিলেন সমাজ হিতৈষী এম. আব্দুল কাদের, মোহাম্মদ ইউছুফ মিয়া, তরুণ সংগঠক শেখ সরফুদ্দীন সৌরভ, শাহ মিজান, মোস্তাক আহমেদ, ছাবের আহমেদ, রায়হান উদ্দিন ফারুকী, শেখ মিনহাজ, শেখ সাদী সাইমন ও ইরফান উদ্দিন ফারুকী প্রমূখ। এর আগে খতমে কুরআন, হামদ্-নাতে রাসুল, খতমে মোজামোয়ামে ছালাওাতে রাসুল, খতমে গাউছিয়া অনুষ্টিত হয়। মাহফিলে দেশ-জাতির বৃহত্তর সূখ-সমৃদ্ধি ও কল্যাণ এবং মাহামারি করোনাভাইরাসের তান্ডব থেকে সকলকে রক্ষায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সব শেষে পবিত্র তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মাহফিলে স্থানীয় সুশিল সমাজের নানা পেশাজীবি শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবaর্গের উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।