বোয়ালখালী প্রতিনিধি।।
বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহি শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতী কিন্ডার গার্টেন এর বার্ষিক পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অাজ ৩০ মার্চ, শনিবার, বেলা ১০টায় বিদ্যালয়ের হলরুমে পরিচালনা পরিষদের সভাপতি বাদল চন্দ্র দাশের সভাপতিত্বে ও ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মিসেস কাজল রেখা দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অালহাজ্ব রুস্তম অালী, চেয়ারম্যান অাবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ সেলিম চৌধুরী, হাজি অাবুল বশর, হাজী অাবদুর রউফ, বিজয় শংকর চৌধুরী, রনধীন চৌধুরী, উদয়ন চৌধুরী, মোহামুদুল হক চৌধুরী, এস,এম ইয়াকুব
প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধী সমাবেশ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড অার এ মেরুদণ্ড প্রাথমিক ভিত্তি হল প্রাইমারি, প্রাইমারি ভিত্তিক মজবুত না হলে একজন মেধাবী ছাত্র হওয়া সম্ভব নয়। প্রাইমারি ভিত্তি মজবুত করতে বর্তমান সরকার নানা প্রকল্প হাতে নিয়েছেন।
এ শিক্ষা ব্যবস্থা অারো উন্নত করে অত্র প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি অতিথিরা অাহবান জানান।