চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তালাবদ্ধ থাকা কারখানাটির দরজা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে হয়েছে। কারখানাটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন তারা।
শনিবার (৩০ মার্চ) ভোরে নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ইফকো গার্মেন্টসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, ভোর সোয়া ৬টার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়ে চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলা কারখানা ভবনের দ্বিতীয় তলায় ঝুট কাপড়ের গুদামে আগুন লেগেছিল। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে যাওয়া ফায়ার কর্মীদের কয়েকজন জানান, পুরো ভবনে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। এছাড়া কারখানাটিও তালাবদ্ধ ছিল। নিচতলার দরজা ভেঙে ভেতরে ঢুকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। না হলে আশপাশের কারখানায়ও আগুন ছড়িয়ে পড়ত।