পেকুয়ায় মা ও ছেলেকে পিটিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় ছাগল চুরি করে প্রমাণ হওয়ায় ২০হাজার টাকা জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে মা ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে চোরের দল। গতকাল রাত ৭টার দিকে উপজেলার সদর ইউপির নন্দীর পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মোঃ ইব্রাহিমের স্ত্রী বোরহানা বেগম(৩৮) ও ছেলে আরিফ(২০)। এ ঘটনায় ইব্রাহিম বাদী হয়ে একই এলাকার মৃত কবির আহমদের ছেলে মনির উদ্দিন ও মোঃ কালুকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ জুন তার দুইটি ছাগল চুরি হয়। এ ঘটনায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিচার দিলে বৈঠকে ছাগল চুরির ঘটনাটি প্রমাণ হওয়ায় ২০হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করায় মনির ও কালু ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনার জের ধরে গত ১৭ জুলাই স্ত্রী ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বাদী মোঃ ইব্রাহিম বলেন, গত ১৭ জুলাই আমার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে আহত করে মনির ও কালু। জরিমানার টাকা না দেয়ার পরও তারা এমন ঘটনা সংগঠিত করায় থানায় লিখিত এজাহার দায়ের করি। মারাত্মকভাবে আহত হওয়ার পরও অদ্যবধি মামলাটি রেকর্ড হয়নি। মামলা রেকর্ড না হওয়ায় ওই চোরের দল বারবার হুমকি দিচ্ছে। যার কারণে আমরা আতংকের মধ্যে দিনাপাত করছি। আমি দ্রুত আইনী প্রতিকার দাবী করছি।