এখনই সময় পরস্পরকে সহায়তা করার, মানবতা প্রদর্শনের

চন্দ্রঘোনায় আ’ লীগ নেতার ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে সাংসদ দীপংকর

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।

ভাইরাস মোকাবিলাও একটা যুদ্ধ, এ যুদ্ধে মানুষের দায়িত্ব ঘরে থাকা। ”স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে যার যার ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হব,” ।”আজ সমগ্র বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। তবে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সরকার প্রস্তুত আছে। এখনই সময় পরস্পরকে সহায়তা করার, মানবতা প্রদর্শনের,” তিনি বলেন।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেনের উদ্যোগে ২ শ’ এতিম ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার উপজেলা সদর বড়ইছড়িতে কামরুল কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার। বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল আধা কেজি, তেল আধা কেজি এবং লবন আধা কেজি। বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।