খাজনা না দিয়ে বর্গাচাষা কর্তৃক জমি দখলের চেষ্টা, সন্ত্রাসীদের মারধরে নারীসহ আহত ৬জন

লিটন কুতুবী:

জমিদারের খাজনা না দিয়ে বর্গাচাষা কর্তৃক জমি দখলের চেষ্টা, মারধরে নারীসহ আহত হয়েছে ৬জন, আহতরা হলেন কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের (৭নং ওয়ার্ড) বশির উল্লাহ সিকদার পাড়ার মৃত ছমদ আলীর পুত্র ছলিম উল্লাহ(৫০) তার স্ত্রী ফারেছা বেগম(৪০), তার কন্যা শিপু আকতার(১৫), মুসলেম উদ্দিনের স্ত্রী সাদিয়া বেগম(৩০), মৃত আবদুল গফুরের পুত্র মুসলেম উদ্দিন(৩৮), ছলিম উল্লাহর পুত্র পারভেজ(২৮)৷ আহতদের আত্নীস্বজন ও প্রত্যক্ষ্যদর্শীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহত ছলিম উল্লাহর অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন৷ ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার (১৫জুলাই) সকাল ছয়টায় লেমশিখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ায়৷

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মৃত ছমদ আলীর পুত্র কলিম উল্লাহ, ছলিম উল্লাহ দুই ভাই মিলে নতুন পদ্ধতিতে ৪০শতক লবণ মাঠের জমিতে লবণ সহিষ্ণু ধান চাষ শুরু করে৷ সরকারি কৃষি অফিস তাদেরকে কৃষি প্রনোদনা দিয়ে লবণ সহিষ্ণু ধান চাষে উৎসাহিত করেন৷ ইতিমধ্যে একই এলাকার শাকের উল্লাহর পুত্র শাহজাহান তাদের চাষাবাদে বাঁধা দেয়৷ শাহজাহান দীর্ঘদিন একই জমিতে জমির প্রকৃত মালিক মৃত শামশুল আলম হায়দারের পুত্র তৌহিদুল আলমের কাছ থেকে বর্গা নিয়ে লবণ চাষ করে আসলেও বিগত ৩বছর যাবৎ কোন খাজনা পরিশোধ না করায় তৌহিদ বাধ্য হয়ে ২১শতক জমি কলিম উল্লাহ কে বর্গা দেয় নতুন পদ্ধতির লবণ সহিষ্ণু ধান চাষাবাদের জন্য ৷ শাহজাহান তার উদ্দেশ্য ফলাতে বিনা খাজানায় জমি ভোগদখল করতে এই জমি পুনরায় তার কব্জায় নিতে ১৫জুলাই সকালে লোকজন নিয়ে কলিম উল্লাহর রোপন করা ধান ও বীজতলা বিনা বাঁধায় নষ্ট করে ফেলে৷ পরে তারা ক্ষিপ্ত হয়ে পার্শবর্তী সন্ত্রাসী কায়দায় কলিম উল্লাহর ভাই ছলিম উল্লাহর জমিতেও হামলা করে ফসলি জমি নষ্ট করে দেয় ৷ ছলিম উল্লাহ ও তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে শাহজাহান ও তার দলবল সবাইকে মারধর করে আহত করে৷ এব্যাপারে কুতুবদিয়া থানায় ছলিম উল্লাহ ও কলিম উল্লাহ পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন৷ থানায় অভিযোগ করায় প্রতিপক্ষ শাহজাহান বাহিনী তাদের কে মারধরের হুমকি দিচ্ছে। অভিযোগের প্রক্ষিতে কুতুবদিয়া থানার এস,আই ছৈয়দ শফিউল করিম ঘটনাস্হল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।