আমি আইনজীবীদের দলের সদস্য। আইনজীবীদের প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা যেখানে আছে, আমি সেখানে আছি। আইনজীবীদের স্বার্থ যেখানে আছে, আমি সেখানে আছি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ নিয়ে এখানকার দু’জন আইনজীবীসহ সাবেক বিচারপতি এস কে সিনহার কাছে গিয়েছিলাম। বলেছিলাম, আমরা ঢাকায় প্র্যাক্টিস করি। চট্টগ্রামে সার্কিট বেঞ্চ দরকার। কিন্তু তার একগুঁয়েমি চিন্তার কারণে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ দেয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান। আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।











