কৃত্রিম ইনকিউবেটরে জন্ম নেয়া ২৮ টি অজগরের বাচ্চা চট্টগ্রাম সীতাকুন্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। চিড়িয়াখানার সদস্য সচিব রুহুল আমীনের নেতৃত্বে একটি টিম সাপগুলোকে পার্কের গহীন পাহাড়ে অবমুক্ত করে দেয়।
গত ২২ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় ডিম ফুটে একে একে বেরিয়ে আসে ২৮ টি অজগরের বাচ্চা। প্রায় ৬৭ দিন ধরে কৃত্রিম পরিবেশে ইনকিউবেটরে রাখা হয়েছিল ৩১টি ডিম। তার মধ্যে ২৮টি ডিম ফুটে বাচ্চা হয়েছে। আর তিনটি ডিম নষ্ট হয়। চিড়িয়াখানায় অজগররা খাঁচায় ডিম পাড়ার কারণে নষ্ট হয়ে যায়। তাই চিড়িয়াখানার একটি অজগরের সেই ৩১টি ডিম খাঁচা থেকে সংগ্রহ করা হয়। এর পর হাতে তৈরি ইনকিউবেটরে ৬৭ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রাখা হয়। তারপর কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেনের তত্বাবধানে ছিলো ছানাগুলো। তিনদিন আগে তাদেরকে একদিন বয়সি মুরগির বাচ্চা দেয়া হয় খাবার হিসেবে। সবকটি অজগর ছানাই সুস্থ আছে বলে জানান ডা. শাহাদাত। তিনি বলেন, সাপের বাচ্চাগুলোকে চামড়া বদলের অপেক্ষায় ছিলেন তারা। চামড়া পরিবর্তন হওয়ার পর খাবার দেয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে আজ বন্য পরিবেশে ছেড়ে দেয়া হয় অজগর ছানাগুলোকে। উল্লেখ্য, ২০১৯ সালের জুনে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ডিম থেকে অজগরের ২৫টি বাচ্চা ফোটানো হয়, যা পরে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিল।