কুষ্টিয়ায় আরো ১৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ১১ ও উপসর্গ নিয়ে দুইজন রয়েছে।

একই সময়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে অধিক সংখ্যক সংক্রমণেই মৃত্যুর হারকে ঊর্ধ্বগামী করে তুলেছে বলে দাবি কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলামের।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণেই তাদের মৃত্যু হচ্ছে। বর্তমান ২০৫ জন করোনায় আক্রান্ত এবং ৭৪ জন উপসর্গ নিয়ে কুষ্টিয়া করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত চিকিৎসাধীন ১১ ও দুইজনের উপসর্গসহ মোট মৃত্যু ১৩ জনের। একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭০ জন।