মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৬ মার্চ) বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
সকাল ৮ টায় জাতীয় সঙ্গীত পরিবেশেনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন । এর পরপরই শুরু হয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিনদিন ব্যাপি আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুক্রবার ছিল সমাপনী দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. সুলতান আহমেদ। উদ্বোধক ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষিকা শাহনাজ পারভীন, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভি.পি মাসুদ করিম টিটু, মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল প্রমুখ।
প্রধান অতিথি ড. সুলতান আহমদ বলেন, স্বাধীনতা আমাদের জাতীয় জীবনে সর্বোত্তম অর্জন আর এই অর্জন তখনই সার্থক হবে যখন এদেশের শিশু-কিশোরেরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলিতে সাফল্য অর্জনের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। মেরন সান স্কুল এন্ড কলেজ প্রতিটি শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা ও আদর্শ লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলছে।’ শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে শুরু হয় মেরন সান সাংস্কৃতিক স্কোয়াডের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, কৌতুক ইত্যাদিতে সমৃদ্ধ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ শওকত ওসমান, শিক্ষক রনি দাশ, রীমা আক্তার ও এস.এম শাহ এমরান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক ইউসুফ আলী খান এবং সার্বিক শৃঙ্খলার তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক এইচ এম ফরহাদ চৌধুরী। অনুষ্ঠানে মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার ( ২৭ মার্চ ) মেরন সান স্কুল এন্ড কলেজ, চান্দগাঁও ক্যাম্পাসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দীন।