উখিয়ায় টমটম চালকদেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন প্রশাসন

কায়সার হামিদ মানিক,উখিয়া।

কঠোর লকডাউনে কর্মহীন টমটম চালকদের প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বৃহস্পতিবার(৮জুলাই) বিকেলে উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে লকডাউন অমান্য করে বের হওয়া যানবাহন আটক করে চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন,লকডাউন মেনে চলতে টমটম চালকদের অনুরোধ করেছি। প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী চাল,ডাল,চিনি,তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আশা করি করোনা সংক্রমণ রোধে সবাই সচেতন হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, লকডাউন বাস্তবায়নে অযথা বের হওয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আটক টমটম চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করি। জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
এসময় প্রশাসনিক কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।