রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ এমফিটামিন ট্যাবলেটসহ আটক ১

কায়সার হামিদ মানিক, উখিয়া। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬হাজার ১২পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেট সহ একজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার(৫জুলাই) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম পিপিএম’র নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যরা শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্প-১৬ এর আওতাধীন এফডিএমএন ক্যাম্প- ১৪ এর হাকিমপাড়া এলাকাধীন চিকনছেড়া ব্লক -সি টু এর কাটাঁ তারের ভিতরে নুরুল আমীন এর বসতবাড়ীর সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে।
এসময় টেকনাফ উপজেলার হোয়াইক্যং উত্তরপাড়ার সোনা আলীর ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন(২২) কে ৬হাজার ১২পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়।
৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম বলেন, সোমবার দুপুরে শফিউল্লাহকাটা ক্যাম্পের ভেতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬হাজার ১২পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা দায়ের করা হবে।