গত ৯ দিন যাবৎ দেশে করোনায় শতাধিক মৃত্যু দেখলো বাংলাদেশ। যার মধ্যে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। গতকাল রবিবার ( ৪ জুলাই) দেশে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়েছিলো। তবে আজ মঙ্গলবার ( ৫ জুলাই) সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে রেকর্ড ৯ হাজার ৯৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।