শাকিব খানের জন্মদিন

বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আজ। বলতে গেলে বর্তমানে ঢাকাই সিনেমার হাল ধরে রেখেছেন তিনি। বারো বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এক ময়দানে যার রথ গতি বাড়িয়ে চলছে ক্রমশ। শাকিব খান প্রথমে চুক্তিবদ্ধ হোন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাইতো সুখী হতে চায়’ ছবিতে। মুক্তি পাওয়ার সুবাদে শাকিব খানের প্রথম ছবি হিসেবে ধরা হয় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’কে। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান।
২০১২ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৫ সালে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির জন্যও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বর্তমানে শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী।