আবার প্রেমে হাবুডুবু জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক

প্রেমে হাবুডুবু খাচ্ছেন হলিউড অভিনেত্রী, গায়িকা জেনিফার লোপেজ ও তার বয়ফ্রেন্ড অস্কার বিজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক। সম্প্রতি নতুন করে বিখ্যাত এই যুগলের মধ্যে প্রেম, রোমাঞ্চ পুনরুজ্জীবিত হয়েছে। তাদেরকে নিউ ইয়র্কের হ্যাম্পটনে দেখা গেছে একের সঙ্গে অন্যে একেবারে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে। বলা হচ্ছে, এ বছরের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তারা। একটি ট্যাবলয়েড পত্রিকার খবর, জেনিফার লোপেজের বয়স এখন ৫১ বছর। বেন অ্যাফ্লেক ৪৮। ৪ঠা জুলাই সপ্তাহান্তে তাদেরকে বাহুবন্ধনে আবদ্ধ অবস্থায় দেখা গেছে নিউ ইয়র্কে। এ সময় বেন অ্যাফ্লেক ছিলেন খাকি পোশাক পরা।

আর গায়ে ছিল একটি সোয়েটশার্ট। অন্যদিকে গায়িকা, নায়িকা জেনিফার লোপেজ ছিলেন ঢিলেঢালা একটি পায়জামা ও একটি সোয়েটার পরা। তারা যখন পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন, তখন একজনের হাত ছিল অন্যজনের হাতের সঙ্গে অন্তরঙ্গ এক বন্ধনে আবদ্ধ। জেনিফার লোপেজ তার হাত বেন অ্যাফ্লেকের পেট পর্যন্ত প্রসারিত করেছিলেন। বিভিন্ন সূত্র বলছেন, তারা সহসাই বিয়ে করতে যাচ্ছেন। তবে অন্য একটি সূত্র সম্প্রতি ‘ক্লোজার’ ম্যাগাজিনকে বলেছেন, সামনেই জেনিফার লোপেজের ৫২তম জন্মদিন। এর আগে বা পরেই বিয়ের আয়োজন করে ফেলতে পারেন বেন অ্যাফ্লেক। তাদের সঙ্গে ঘনিষ্ঠরা বলছেন, এই যুগলের মধ্যকার ভালবাসাকে আরও একবার দীর্ঘস্থায়ী রূপ দিতে চান বেন অ্যাফ্লেক। আগামী ২৪ শে জুলাই জেনিফার লোপেজের ৫২তম জন্মদিন। ওইদিনই তাকে রোমান্টিক প্রোপোজাল বা বিয়ের প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছেন বেন।
সম্প্রতি তাদের মধ্যে রোমান্টিক ডেটিং বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০০৪ সালে তাদের সম্পর্ক প্রথম ভেঙে যায়। বিয়ে করার প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু তার আগেই সম্পর্ক ভেঙে যায়। এক বছরের মধ্যে তারা অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জেনিফার লোপেজ বিয়ে করেন মার্ক অ্যান্থনিকে। তার ঔরসে দুটি সন্তানের মা হন। অন্যদিকে বেন অ্যাফ্লেক বিয়ে করেন জেনিফার গার্ডনারকে। বিয়ের পর জেনিফার তিন সন্তানের মা হন।
নতুন করে জেনিফার লোপেজ ও বেনের মধ্যে ভালবাসা বিগড়ে উঠেছে। কিন্তু এর আগে লোপেজ মেতে ওঠেন অ্যালেক্স এ-রড রড্রিগুয়েজের প্রেমে। পরে তারা আলাদা হয় যান।