ড. খালেদা হানুম এর মৃত্যুতে শোকচবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. খালেদা হানুম এর মৃত্যুতে চবি মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যের গভীর শোক ও দুঃখ প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. খালেদা হানুম এর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমার) শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. খালেদা হানুম চবি’র সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী’র সহধর্মীনি। প্রফেসর মোহাম্মদ আলী গত ২৪ জুন ২০২১ তারিখ মৃত্যুবরণ করেছেন। স্বল্প সময়ের ব্যবধানে তাঁদের দু’জনের এ মৃত্যুজনিত শোক যাতে তাঁদের পরিবার কাটিয়ে ওঠতে সক্ষম হয় তার জন্য মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃস্টিকর্তার দরবারে দোয়া কামনা করেছেন।
মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য এক শোক বাণীতে বলেন, প্রফেসর ড. খালেদা হানুম ছিলেন অত্যন্ত মেধাবী, মিষ্টভাষী, অমায়িক, বিনয়ী একজন আদর্শ শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি যে মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এ প্রথিতযশা শিক্ষাবিদের মৃত্যুতে শিক্ষাক্ষেত্রে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।











