আজ বুধবার ২৭ মার্চ দিবাগত রাত ১টায় চট্টগ্রাম কক্সবাজার মাহাসড়কের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাত সোয়া ১টার দিকে লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহি হাইচ (মাইক্রোবাস) ও নৈশ কোচের মধ্যে মুখোমুখি সংর্ঘষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এদের মধ্যে এক জন শিশু, দুই জন মহিলা এবং পাঁচ জন পুরুষ। এ সময় আরো তিন যাত্রী গুরুতরসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারঅভিযান চালান। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তবে চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই মাঈনুদ্দিন চৌধুরী ৮জন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধারে ব্যস্থ আছে বলে বিস্থারিত জানাননি।
রাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত পৌনে ২টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা এক শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসান মোল্লা বলেন, যাদের লাশ উদ্ধার হয়েছে, তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। এদের মধ্যে এক জন শিশু, দুই জন মহিলা এবং পাঁচ জন পুরুষ।