রাউজান পৌরসভার প্রায় ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৫২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৭৩৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এই বাজেট ঘোষণা করেন। পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৫২ কোটি ৯৭ লক্ষ ৩৮ হাজার ৭৩৯ টাকা। উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫৭ লক্ষ ৫৭ হাজার ৯২৬ টাকা। পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার। উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৭০ লক্ষ টাকা। রাজস্ব খাতে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৫ কোটি ২৪ লক্ষ ১৮ হাজার ৭৩৯ হাজার টাকা। বাজেটে পৌরসভার জনকল্যাণ সাধন, নাগরিক সুবিধা ও উন্নয়ন কাজসহ প্রশাসনিক কর্মকা-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভপতি স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, প্যানেল মেয়র বশিল উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ হোসেন কোম্পানীসহ অন্যান্য কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, হিসাব রক্ষণ কর্মকর্তা, উপ সহকারী প্রকৌশলী, প্রধান সহকারী, সাংবাদিক, শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, মসজিদের ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।