চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহীদকে “মোবাইলের চুর” আখ্যা করে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। হামলাকারীরা দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই লাইভে এসে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
যোগাযোগ করা হলে শহিদুল আলম শহিদ বলেন , পিছন থেকে মোবাইল চুর ডাক দিয়ে বোয়ালখালী উপজেলা ছাত্রদলের নেতা জামি, জুনায়েদ, পটিয়ার রবিউল সহ কয়েকজন আমার উপর হামলার চেষ্টা করলে জনগণ মোবাইল চোর কে সেটা দেখতে চাইলে তারা পালিয়ে যায়। আমি এখনো ঘটনাস্থলে আসছি।
তিনি বলেন, সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে আমার উপর হামলা করা হয়েছে। যারা হামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একটি মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালিয়েছে।
তবে দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন জানিয়েছেন , কমিটি কেনা-বেচার অভিযোগে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তবে শহিদুল আলম শহীদের দাবি, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনকে বিষয়টি না জানালেও তিনি ঘটনার সাথে সাথে কিভাবে জানতে পারলেন সে প্রশ্ন রাখেন শহীদ।
তবে মহসিন জানান, সভাপতি শহিদুল আলম শহিদ ফেসবুক লাইভে আসার পর আমি ঘটনা জানতে পারি জানার পর আমার সভাপতি হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।











