বাহাউদ্দীন নাছিম’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ জননেতা আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম’র পরিপূর্ণতা সুস্থতা কামনায় মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সাদেক হোসেন চৌধুরী পাপ্পুর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুসাফির খানা জামে মসজিদে ২৭ জুন (রবিবার) বাদে আছর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ যোবায়ের। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য পংকজ চৌধুরী কংকন, মোহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, শামসেদ খোকন, সাধন দাশ, পংকজ রায়, এনামুল হক সহ চট্টগ্রাম মহানগর আওতাধীন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন থানা ওয়ার্ড এর সকল সিনিয়র নেতৃবৃন্দ।