বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন জিয়া স্মৃতি কমপ্লেক্স (বর্তমানে স্বাধীনতা পার্ক), আগ্রাবাদ প্রত্নতাত্তি¡ক যাদুঘর, নেভাল এভিনিউ, মেরিটাইম মিউজিয়াম, ওয়ার সেমিট্রি, ডিসি হিল, শাহ আমানত সেতু, লেভাল টু, পতেঙ্গা, ফয়’স লেক কনকর্ড অ্যামিউিজমেন্ট ওয়ার্ল্ড, সী ওয়ার্ল্ড, স্বাধীনতা পার্ক, সিআরবি পাহাড়, চট্টগ্রাম নগরের চিড়িয়াখানা, নগরীর শিশুদের বিনোদনের সুবিধার্থে গড়ে উঠা বিনোদন কেন্দ্র আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কে এখন বিভিন্ন বয়স মানুষ ভিড় করেছে।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান, জাদুঘর, প্রদর্শনী, বিনোদন কেন্দ্র ও স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি উপভোগ করতে চট্টগ্রামবাসী ভিড় করেছিলেন নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
বিনোদন কেন্দ্রগুলোতে আগত শিশু-কিশোরসহ অনেকেই পড়ে এসেছিলেন লাল-সবুজ রঙের পোশাক। কেউবা হাতে বা মুখে আল্পনা একেছেন জাতীয় পতাকার। সবার মধ্যেই ছিল দারুণ উচ্ছ্বাস।
১২ বছর ও দশ বছর বয়সী দুই শিশু সন্তানকে নিয়ে মুরাদপুর থেকে শিশুপার্কে ঘুরতে এসেছেন চাকরিজীবী মো. আবদুস সালাম।
তিনি বলেন, কাজের চাপে সন্তানদের নিয়ে খুব একটা বের হতে পারি না। আজ ছুটি পাওয়ায় ভাবলাম ওদের নিয়ে একটু ঘুরে আসি।
অন্যান্য সাধারণ ছুটির দিনের তুলনায় এদিন ঘুরতে আসার প্রেক্ষাপট আলাদা জানিয়ে সালাম বলেন, স্বাধীনতা দিবসে ঘরে বসে থাকার মানে নেই। তাছাড়া সন্তানদেরও জানানোর প্রয়োজন আছে- যে কিভাবে আমাদের দেশটি স্বাধীন হল কিভাবে বা স্বাধীনতা দিবসের তাৎপর্য কী?