দ্বিতীয় পর্যায়ে আরো পেকুয়া প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলায় ১ম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার জমি ও গৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ তার কার্যালয়ে পেকুয়ার কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্ধকৃত ১ম পর্যায়ের ৩৬টি বরাদ্ধ দেয়ার পর দ্বিতীয় ধাপের প্রস্তুতকৃত ৯টি ঘর উপকারভোগীদের মাঝে প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের মত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী পেকুয়ায় একজনও ভূমি ও গৃহহীন থাকবেনা। এ উপলক্ষকে সামনে রেখে সরকারের চাহিদা অনুযায়ী পরবর্তী ভূমি ও ঘর নির্মাণের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে। বরাদ্ধ পাওয়া মাত্র অসহায়দের তালিকা তৈরি করা হবে। এসময় পেকুয়ার কর্মরত সাংবাদিকেরা সরকারি এ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। অনুষ্টানে অতিথি হিসাবে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ছাড়াও প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত গরীব অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।











