ঈর্ষা – মোহাম্মদ হোসেন

অনুগল্প :
ঈর্ষা
মোহাম্মদ হোসেন
প্রত্যেক লোকই আপনার ছবি আঁকে অতিরঞ্জনের তুলি দিয়ে। সেদিন আমার প্রিয় মানুষটি কথা প্রসঙ্গে বললো, ‘তুমি কি জান, কত লোক তোমাকে ঈর্ষা করে?’
– ‘কেন, ঈর্ষা করবে কেন?’ অবাক হয়ে আমি জানতে চাইলাম,’আমাতে কী এমন আছে যে….?’
– ‘আমার মত এত সুন্দর একজন রুচিসম্পন্ন অল্পবয়সী মেয়ের সাথে তোমার মত একটা আধা বুড়ো আধা জোয়ান লোক প্রেম করছে এটা দেখলেই অনেকের চোখ টাটায়, আমি দেখেছি।’
একথা মনে হতেই খুশখুশ ভাব দূর করতে গলাখাঁকারি দিয়ে টিভিতে গোপাল ভাঁড় দেখায় মন দিলাম আমি। এখানে একজনকে আমার খুব ঈর্ষা হয়। না না, অনেক বুদ্ধি ও উপস্থিত জ্ঞানের অধিকারী গোপাল ভাঁড়কে নয়। ওই তালপাতার সেপাই মন্ত্রীকে আমার বেশ লাগে। সে মনে করে, গোপালের চেয়ে কোন অংশে কম নয় তার জ্ঞান গরিমা। তবে এটা ঠিক, ওর ভাগ্য এতো প্রসন্ন যে, রীতিমত হিংসা এসে যায়। রাজা ও রাজ্যের বিরুদ্ধে এতো এতো অপকর্ম করার পরও ব্যাটার মন্ত্রীত্ব বহাল তবিয়তে থেকেই যায়।