হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি’সহ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা জরিমানা আদায়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আজ সোমবার নগরীতে ভ্রামমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-৫ এর আওতায় ওয়াসা মোড়, কাজির দেউরী ও এনায়েত বাজার এলাকায় বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৯ শত ৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়। একই দিনে রাজস্ব সার্কেল-৮ এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। উভয় অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা দায়ে ০৭ টি প্রতিষ্ঠানের থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে পৃথক পৃথক ভাবে ভ্রামমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের উল্লেখিত রাজস্ব সার্কেলের কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।