রাউজানে ইংরেজী বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষে শিক্ষকদের প্রশিক্ষন কর্মশালা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে জাইক্যার অর্থায়নে তিনদিন ব্যাপী ইংরেজী বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষন কর্মশালা শুরু । জাপান ইন্টার ন্যাশনাল কো অপারেটিভ অর্গানেইশন ( জাইক্যার ) অর্থায়নে অনুষ্টিত মাধমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজী বিষয়ে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম এর উপ পরিচালক বদিউল আলম । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভুুমি অতিশ দর্শী চাকমা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরজ্জমান চৌধুরী । প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম এর উপ পরিচালক বদিউল আলম বলেন, শিক্ষক শিক্ষিকেরা ইংরেজী বিষয়ে প্রশিক্ষন নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজী বিষয়ের উপর পাঠদান করে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলবে ।