রাবার বাগানের জমি জবর দখল করে একের এক অবৈধ স্থাপনা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের মেলুয়ায় পাহাড়ী এলাকায় ডাবুয়া রাবার বাগানের জমি দখল করে একের পর এক নির্মান করা হচ্ছে ঘরবাড়ী, বৃক্ষের বাগান । পাহাড়ী এলাকায় ডাবুয়া রাবার বাগানের জমিতে গড়ে উঠছে রোহিঙ্গা বসতি । রাউজান উপজেলার মেুলুয়া পাহাড়ী এলাকায় ডাবুয়া রাবার বাগানের জমি জবর দখল রাউজান মহিলা মার্দ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান গড়ে তোলেছে বৃক্ষের বাগান ও মার্দ্রাসা। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদের খীল এলাকার বাসিন্দ্বা খালেদ চৌধুরী, রহিম, তালেব, ইউছুপ, রুহুল আমিন, আইলী খীল এলাকার বাসিন্দ্বা মোঃ আলম, মনসুর, রোহিঙ্গা জসিম ডাবুয়া রাবার বাগানের রাবার গাছ কেটে ফেলে দিয়ে রাবার বাগানের জমি জবর দখল করে । তাদের দখলে থাকা ডাবুয়া রাবার বাগানের জমি রোহিঙ্গা পরিবার সহ ভুমিহীন পরিবারের কাছ থেকে টাকা নিয়ে জমির জবর দখল বিক্রয় করে। ডাবুয়া রাবার বাগানের জবর দখল করা জমি ক্রয় করে রোহিঙ্গা পরিবার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ঘরবাড়ী নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দ্বা রাউজান মহিলা মার্দ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, তার ভাই আবদুল ছালাম, খালেদ চৌধুরী ডাবুয়া রাবার বাগানের বিপুল পরিমাণ জমি জবর দখল করে নগদ টাকা নিয়ে এলাকার লোকজনের কাছে বিক্রয় করে। লোকজন জবর দখলে থাকা জমি ক্রয় করে ঘর বাড়ী নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে । এছাড়াও ডাবুয়া রাবার বাগানের জমি জবর দখলে রাখার জন্য আল্লামা আবদুল মান্নান রাবার বাগানের জমিতে গড়ে তোলেছে মার্দ্রাসা ও এবাদত খানা, বিশাল বৃক্ষের বাগান । খালেদ চৌধুরী গড়ে তোলেছে ডেইরী ফার্ম । ডাবুয়া রাবার বাগানের জমি জবর দখল করে গড়ে তোলা হয়েছে ৩০টির অধিক দোকান । সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় ডাবুয়া রাবার বাগানের পাহাড়ের ঝাড় জঙ্গল কেটে আগুন লাগিয়ে দিয়ে ঝাড় জঙ্গল পুড়ছে আল্লামা আবদুল মান্নান । আল্লামা আবদুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাবার বাগানের এই জয়গায় আমি বৃক্ষের চারা রোপন করবো । মেলুয়া এলাকায় রোহিঙ্গা সৈয়দ করিম রহিম থেকে ৪শতক ডাবুয়া রাবার বাগানের জমি ৫০ হাজার টাকা দিয়ে ক্রয় করে ঘরবাড়ী নির্মান করেছে বলে জানান সৈয়দ করিম। আইলী খালের রোহিঙ্গা জসিম, রুহুল আমিন, ওয়াহেদের খীলের রহিম, তালেব, মাওলানা আবদুল মান্নানের কাছ থেকে রাবার বাগানের জবর দখল করা পাহাড়ী জমি ক্রয় করে ৩০টির অধিক ঘর বাড়ী নির্মান করে রোহিঙ্গা পরিবার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন পরিবার পরিজন নিয়ে বসবাস করছে । ডাবুয়া রাবার বাগানের ১৮ শত একর রাবার বাগানের জমির মধ্যে ৩শত একরের বেশী জমি প্রভাবশালী ব্যক্তিরা জবর দখল করে বৃক্ষের বাগান ও ঘর বাড়ী নির্মান করলে ও অবৈধভাবে দখল করা জমি উদ্বার করার কোন পদক্ষেপ নেওয়া হয়নি । অপরদিকে প্রতিনিয়ত ডাবুয়া রাবার বাগানের জমি জবর দখল করে নতুন নতুন ভাবে গড়ে তোলেছে বৃক্ষের বাগান ও ঘর বাড়ী । এ ব্যাপারে ডাবুয়া রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফিল্ড অফিসার রনজিৎ বড়ুয়ার কাছে জানতে চাইলে, তিনি এ ব্যাপারে কিছুই বলতে অপারগতা প্রকাশ করেন । ডাবুয়া রাবার বাগানের ম্যানেজার শোভন কান্তি শাহাকে একধিকবার তার মোবাইল ফোনে ফোন করা হলে ও মোবাইল ফোন রিসিভ করেনি । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, ডাবুয়া রাবার বাগানের ম্যানেজারের সাথে কথা বলুন । ডাবুয়া রাবার বাগানের পক্ষ থেকে ডাবুয়া রাবার বাগানের জমি জবর দখল করার বিষয়ে অভিযোগ করেনি । অভিযোগ করা হলে জবর দখল কারীদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ।