পেকুয়ায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন

পেকুয়া প্রতিনিধি সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুন) সকাল ১০ টায় “চালু হয়েছে অনলাইন ভিত্তিক ই -নামজারী। “টাউট -বাটপার দালালের মাথায় বাডী, রাখবো নিস্কন্ঠক জমি বাড়ী করবো এবার ই -নামজারী”। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ৫ দিনব্যাপী ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় পেকুয়া উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে ভূমি কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমার সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ। এসময় উপস্থিত ছিলেন কানুনগো শান্তি জীবন চাকমা, উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিম,সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক এম জুবাইদ, সাংবাদিক দিদারুল ইসলাম, উপজেলা ভূমি কার্যালয়ের নাজির তপন পাল, অফিস সহকারী কাঞ্চন দাস, জাফর আলম, ভূমি নামজারী রেজিষ্ট্রেশন কার্যক্রমের অপারেটর মোঃ ছাদেকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ এবং সেবা নিতে আসা জমির মালিকগণ প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ বলেন, সরকার ভূমি মালিকদের জন্য জমি বিরোধ নিরসন এবং নামজারী করতে ঝামেলা কমিয়ে ই-নামজারী চালু করেছে। ফলে টাউট-বাটপার দালালের খপ্পর থেকে ভূমি মালিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করেছেন। সময়মত জমির খাজনা ও কর পরিশোধ করুন জমি আপনার নিরাপদে রাখুন। বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিচ্ছে। ভূমি মালিকদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রেশন করে নিন।