চট্টগ্রাম নগরির জলাবদ্ধতার ও যানজট এর স্থায়ী সমাধান প্রয়োজন

চট্টগ্রামের জলাবদ্ধতার ও যানজট নিরসন পরিবেশ রক্ষা চট্টগ্রামকে পরিকল্পিত উন্নয়নের লক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন সংলাপ ফোরামের ব্যারিস্টার মনোয়ার হোসেন সভাপতিত্ত্বে ও ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন এর সঞ্চালনায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ২৪মার্চ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। উক্ত চট্টগ্রাম উন্নয়ন সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়র আলী আশরাফ। চট্টগ্রামের চলমান সমস্যার সমাধানের আহ্বানে আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন- সাবেক এমপি সাবিহা মুসা, প্রকৌশলী সুভাষ বড়–য়া, হাসিনা জাফর, দিদারুল আলম চৌধুরী, চবি অধ্যাপক প্রফেসর হোসেন কবির, চিকিৎসক ডা: নাহিদা খান শিমু, জাকির হোসেন, সৈয়দ মাহমুদুল হক, সিদ্দিকুল ইসলাম, আরিফুল ইসলাম, আকরাম হোসেন, সালামত উল্লাহ, রেশমা আনোয়ার, ফাতেমা জেবুন্নসা, ডা: খসরুল আলম সিদ্দিকি, লাইলা ইব্রাহিম বানু, নোমান উল্লাহ বাহার, লায়ন সানা উল্লাহ, অধ্যাপক মাসুম চৌধুরী কানিস ফাতেমা, ডা: শাহ আলম, রওশন চৌধুরী, ইকরাম উল্লাহ, কাউন্সিলর আবিদা আজাদ, ছাত্রলিগের জিএস মো: ইকবাল হোসেন, হানিফ হোসেন রনি, মো: নাদিম, কবি তসলিম খাঁ । চট্টগ্রাম নগরবাসির মরনদশা জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার পর্যাপ্ত পরিমান বাজেট বরাদ্ধ করলেও যথাযথভাবে পরিকল্পিত প্রজেক্ট প্রণয়ন না হওয়ায় জলাবদ্ধতা নিরসনে কর্মকান্ড চালানো সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে যে সব প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছেন ঐসব প্রতিষ্ঠান জলাবদ্ধতা নিরসনের কথা বলে নগরবাসির সাথে প্রহসন করে যাচ্ছে। বক্তারা আরও বলেন যানজট সমস্যা চরম আকারে ধারণ করেছে। পরিকল্পিতভাবে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ। অন্যদিকে পরিবেশ দূষণে কবলে পড়ে নগরবাসি হিমসিম খাচ্ছে। পরিবেশ দূষণের কারণে দিন দিন সাধারণ মানুষের রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠা হয়েছিল জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাগরিক ফোরামের ধারাবাহিক কর্মসূচি পালনের প্রেক্ষিতে জলাবদ্ধতা নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। অন্যদিকে জলাবদ্ধতা নিরসনের জন্য অতিরিক্ত বরাদ্ধ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে তৎ-সময়ের দায়িত্বরত বিভাগীয় কমিশনার রুহুল আমিনের মাধ্যমে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ হতে স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর অনুকুলে পাঁচ হাজার ছয়শত ষোল কোটি টাকা বরাদ্ধ করেছে। অপ্রিয় হলেও সত্য যে, যথাযথ পরিকল্পনা অভাবে বরাদ্ধকৃত অর্থ ব্যবহার করতে পারেনাই। প্রতিবছর জলাবদ্ধতার কারণে নগরবাসি বড়ধরণের ক্ষতিগ্রস্থ হয়ে থাকে । নগরীর নদী এবং সাগরে পরিনত হয়। তার প্রেক্ষিতে চাক্তাই খাতুনগঞ্জসহ ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মখিন হয়ে থাকেন। বক্তারা আরও বলেন নাগরিক ফোরামের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়নের কথা সরকারের কাছে তুলেধরার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে হবে।