মাতারবাড়ী সমুদ্রবন্দর: অধিগ্রহণ করা জমির জন্য চেক হস্তান্তর করলো বন্দর কর্তৃপক্ষ

মাতারবাড়ী সমুদ্রবন্দর ঘিরে উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণ করা ২৮৩ দশমিক ২৩ একর জমির জন্য ৭৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ২৭৫ টাকার চেক দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২ জুন) কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক মীর জাহিদ হাসান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজের হাতে চেক তুলে দেন।

এ সময় চট্টগ্রাম বন্দরের এস্টেট বিভাগের সহকারী ব্যবস্থাপক (ভূমি) মুহাম্মদ শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ জানান, শিগগির অধিগ্রহণ করা জমির দখল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।